রিজভীর দুঃখ প্রকাশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া দুটি ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য যাচাই না করে বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার ( ১৩ ডিসেম্বর ) বিএনপির সহ-দফতর সম্পাদক মুঃ মুনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রিজভী এ দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে জানান, আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নামে একটি বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়। একই সঙ্গে শরিফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে জানা যায়, উল্লিখিত দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন এবং এআই দ্বারা তৈরি।
রিজভী বলেন, ফ্যাক্ট চেক না করে এসব বিষয় নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি সভায় আমি বক্তব্য রাখি। এটি ছিল অনিচ্ছাকৃত ভুল।”
তিনি আরও বলেন, এ ধরনের ভুল বক্তব্যের জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতে তথ্য যাচাইয়ের বিষয়ে আরও সতর্ক থাকবেন।
ভিওডি বাংলা/ আরিফ


