• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমি ভয় পাচ্ছি না, পরিবার উদ্বিগ্ন: প্রেস সচিব

ভিওডি বাংলা ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ পি.এম.
অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। ছবি-সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দোয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সেইসাথে তার নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগের কথাও জানিয়েছেন ফেসবুক পোস্টে।

তিনি বলেছেন, ‘আমার স্ত্রী, সন্তানরা এবং ভাইবোনেরা আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। তারা চায় আমি বাড়তি সতর্কতা অবলম্বন করি এবং নির্বাচনের আগে আমার কণ্ঠস্বর একটু নরম করি। তারা ভয় পাচ্ছে। সত্যি বলতে কি, আমি ভয় পাচ্ছি না।’

প্রেস সচিবের ফেসবুক পোস্টের অনুবাদ তুলে ধরা হলো-

আজ আমার চাকরিজীবনের ১৬ মাস পূর্ণ হলো। লেখার মতো মানসিক অবস্থায় ছিলাম না। কিন্তু গতকালের নৃশংস গুলিবর্ষণের পর থেকে ওসমান হাদি আমার চিন্তায় এবং আমার প্রার্থনায় রয়েছেন।

আমার স্ত্রী, সন্তানরা এবং ভাইবোনেরা আমার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। তারা চায় আমি বাড়তি সতর্কতা অবলম্বন করি এবং নির্বাচনের আগে আমার কণ্ঠস্বর একটু নরম করি। তারা ভয় পাচ্ছে।

সত্যি বলতে কি, আমি ভয় পাচ্ছি না। আমি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াই, আর যেখানে যাই সেখানেই দেখি লাখ লাখ হাদি। হাসিনা আর আসাদুজ্জামান খান কামাল—বাংলার কসাইরা—আর কজনকে হত্যা করতে পারবে? এই দেশের রাজনীতিতে এক নতুন প্রজন্ম ক্ষমতা নিয়েছে। তারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে, কিন্তু তাদের মিশন এখনো শেষ হয়নি।

যতদিন এই প্রজন্ম—এই কোটি কোটি হাদি—নিজেদের অবস্থান ছাড়তে অস্বীকার করবে, ততদিন আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আশা হারানোরও কোনো কারণ দেখি না। আনাসের মতো—যিনি শাহাদাত বরণের আগে মায়ের কাছে হৃদয়বিদারক একটি চিঠি লিখেছিলেন—এই তরুণরা তাদের পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছে, দেশকে ঠিক না করা পর্যন্ত তারা থামবে না।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী দশকগুলোতে বাংলাদেশ পথ হারাবে না। সামনে কঠিন সময় আসবে, ধাক্কাধাক্কি থাকবে। শক্তিশালী দেশি ও বিদেশি শক্তি ক্ষণিকের জন্য ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে। কিন্তু এই তরুণরা ভয় পায় না। তারা তাদের গন্তব্যে পৌঁছাবেই।

জুলাই ও আগস্টে আমরা হারিয়েছি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, আহনাফ, ফাইয়াজ, দীপ্ত দে, নাইমা ও রিয়া গোপেকে। বিদেশি শক্তি চাপিয়ে দেওয়া এক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে আমরা হারিয়েছি আবরার ফাহাদকেও। তবু চারদিকে রয়েছে লক্ষ লক্ষ হাদি আর নাবিলা। তারা ভয় পায় না। আমিও না।

ভিওডি বাংলা/ এমএমইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
ফরচুন-বরিশাল ডিআরইউ মিডিয়া ক্রিকেট-২০২৫ চ্যাম্পিয়ন চ্যানেল ২৪
সময় টিভির চেয়ারম্যানের পদত্যাগ
সময় টিভির চেয়ারম্যানের পদত্যাগ
২৭ সাংবাদিক পেলেন দেশসেরা প্রতিবেদনের স্বীকৃতি
নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫ ২৭ সাংবাদিক পেলেন দেশসেরা প্রতিবেদনের স্বীকৃতি