• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ঘিরে ইবিতে কর্মসূচি ঘোষণা

ইবি প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করেছে।শনিবার (১৩ ডিসেম্বর) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. রাজিবুল ইসলামের প্রেরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে-
১৩ ডিসেম্বর দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কুরআনখানি ও দোয়া অনুষ্ঠিত হবে।
১৪ ডিসেম্বর সকাল ১০টায় প্রশাসন ভবনসহ সকল হলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে।

প্রশাসন ভবনে জাতীয় পতাকা উপাচার্য, কালো পতাকা উপ-উপাচার্য উত্তোলন করবেন এবং উপস্থিত থাকবেন ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। হলসমূহে হল কর্তৃপক্ষ পতাকা উত্তোলন করবেন। পতাকা উত্তোলন শেষে সকাল ১০টা ১৫-তে প্রশাসন ভবনের সামনে থেকে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও সকল সংগঠনের সম্মিলিত শোকর‍্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

১৬ ডিসেম্বর, বিজয় দিবস উপলক্ষে-
সকাল ১০টায় প্রশাসন ভবনসহ হল সমূহে পতাকা উত্তোলন করা হবে। এসময় প্রশাসন ভবনে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য। উপস্থিত থাকবেন ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

সকাল ১০টা ১৫-তে প্রশাসন ভবনের সামনে প্রতীকী বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এরপর আনন্দ র‍্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় গিয়ে সমবেত হবে। মুক্ত বাংলায় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকল সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
এরপর শহীদ জিয়াউর রহমানের স্মরণে তার প্রতিষ্ঠিত ইবির ভিত্তি প্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। 
এরপর তার আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভলিবল মাঠে ভলিবল ও রশি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে ক্রিকেট মাঠে সহস্র কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে।
বিজয় দিবস উপলক্ষে ঐদিন কেন্দ্রীয় মসজিদসহ সকল আবাসিক ও হল মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।
সকল হলসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

ভিওডি বাংলা/ মো. সামিউল ইসলাম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে জান্নাতী-মুতাসিম
মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
হাদিকে হত্যা চেষ্টা মানিকছড়ি উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
‘জলতরঙ্গ ফুড পার্ক’ উদ্বোধন করলেন ডা. লুৎফা হক
নেত্রকোণা ‘জলতরঙ্গ ফুড পার্ক’ উদ্বোধন করলেন ডা. লুৎফা হক