• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপিতে যোগ দিচ্ছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২০ এ.এম.
মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-ছবি-ভিওডি বাংলা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন-তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদ কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, একাধিক ঘনিষ্ঠ সূত্র ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতারা নিশ্চিত করেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন।

সূত্র জানায়, মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। এরই মধ্যে আসিফ মাহমুদ ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। অপরদিকে, লক্ষ্মীপুর-১ আসন থেকে মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন বলে তার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এনসিপি ইতোমধ্যে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও এই দুই আসনে কোনো প্রার্থী দেয়নি।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘শেখ হাসিনার পতন ঘটানো চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম দুই ছাত্রনেতার গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী দলে যোগ দেওয়া স্বাভাবিক। আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই তাদের পক্ষ থেকেই আসবে।’

এর আগে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের পর এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘আসিফ মাহমুদ জনতার কাতারে এসেছেন। তিনি কোন দলের হয়ে নির্বাচন করবেন, তা তার নিজস্ব সিদ্ধান্ত। তবে তিনি যদি এনসিপিতে আসেন, আমরা তাকে স্বাগত জানাব।’

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে উপদেষ্টার পদ ছাড়ার পর এনসিপির প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়কের দায়িত্ব নেন জুলাই অভ্যুত্থানের আরেক নেতা নাহিদ ইসলাম। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন নীতিনির্ধারণী নেতা জানান, আসিফ মাহমুদ দলটিতে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব প্রত্যাশা করছেন। 

অন্যদিকে মাহফুজ আলম দলে প্রভাবশালী অবস্থান চান। এসব বিষয় নিয়ে আলোচনা চললেও, তাদের এনসিপিতে যোগ দেওয়া প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ ইসলাম
হাদির ওপর হামলা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র: নাহিদ ইসলাম
দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা: আসিফ মাহমুদ
দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা: আসিফ মাহমুদ
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল
আরও হামলার আশঙ্কা করছি: মির্জা ফখরুল