• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সেনাবাহিনীর নিন্দা

সুদানে প্রাণ দিলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পি.এম.
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। সংগৃহীত ছবি

আফ্রিকার সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, শহীদ শান্তিরক্ষীরা হলেন—
কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

হামলায় আহত হয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, কর্পোরাল আফরোজা পারভিন ইতি, ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম, সৈনিক মো. মেজবাউল কবির, সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, সৈনিক চুমকি আক্তার এবং অর্ডন্যান্স ও সৈনিক মো. মানাজির আহসান।

আইএসপিআর আরও জানায়, আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ ছাড়া শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী আবেই অঞ্চলটি দীর্ঘদিন ধরে সংঘাতপ্রবণ। উভয় দেশই এ অঞ্চলের মালিকানা দাবি করে আসছে। ফলে এখানে প্রায়ই সহিংসতা দেখা দেয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী এ এলাকায় জাতিসংঘ মিশনে দায়িত্ব পালন করছে।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করেনি সরকার
গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করেনি সরকার
মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক
মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক
হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে-এমন তথ্য নেই: ডিএমপি
হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে-এমন তথ্য নেই: ডিএমপি