• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বারবার হোঁচট খাচ্ছে গণতান্ত্রিক উত্তরণের লড়াই

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে লড়াই শুরু হয়েছিলো সেটি বারবার হোঁচট খাচ্ছে। সবশেষ ২৪ এর জুলাই গণ অভ্যুত্থানের যেই আকাঙ্খা সেটি বাস্তবায়নে নানান বাধা আসছে। সেই বাধার সবশেষ সংযোজন জুলাই গণ অভুত্থানের অকুতোভয় সৈনিক ওসমান হাদির উপর গুলি বর্ষণ। 

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় দিয়ে আমরা যখন গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য নির্বাচন মুখি হলাম ঠিক তখন এ ধরনের আক্রমন ১৯৭১ সালে আজকের এই দিনে বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোষররা যেভাবে জাতির সূর্য সন্তানদের হত্যা করেছে, ঠিক তেমন হাদির উপর হামলা করে পুরো জুলাই আন্দোলনের শক্তিকে হুমকি দিয়ে গেলো অগণতান্ত্রিক কোন শক্তি। তবে ঐক্যবদ্ধ লড়াই এই সংকট উত্তরণের এক মাত্র পথ। 

শ্রদ্ধা জানাতে এসে জেএসডির সিনিয়র সহ সভাপতি তানিয়া রব বলেন, সেদিন সত্যের উপর দাড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন আমাদের জ্ঞানী, গুনি, বুদ্ধিজীবীরা। যার কারণেই আমরা স্বাধীন দেশ পেয়েছি। আজও যারা সত্যের উপর দাঁড়িয়ে থাকবে বিজয় তাদেরই নিশ্চিত হবে। মিথ্যা শেষ পর্যন্ত কখনোই বিজয়ি হয়েছে ইতিহাস তা বলে না। 

শ্রদ্ধা জানাতে আরও উপস্থিত ছিলেন জেএসডির সহ-সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, মোহাম্মদ মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু প্রমুখ।

উল্লেখ্য, ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে ১৫ ডিসেম্বর বিকেল ৪ টায় রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৬ ডিসেম্বর সকাল ৭ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন দলের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না
বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না
মুক্তিযুদ্ধ একটিই, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিভ্রান্তিকর: আবদুস সালাম
মুক্তিযুদ্ধ একটিই, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বিভ্রান্তিকর: আবদুস সালাম