ক্যাম্প ন্যুতে দাপট, শীর্ষে ব্যবধান বাড়াল বার্সা

এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হার যেন নতুন করে জ্বালানি জুগিয়েছে বার্সেলোনাকে। সেই হারের পর থেকে লা লিগায় টানা সপ্তম ম্যাচে জয় পেল কাতালানরা। সর্বশেষ ওসাসুনার বিপক্ষে একপেশে দাপট দেখিয়ে ২–০ গোলের জয় তুলে নিয়েছে তারা।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া। স্প্যানিশ বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল গোল না পেলেও ম্যাচজুড়ে আক্রমণে নেতৃত্ব দেন।
এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। এক ম্যাচ বেশি খেলে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা এগিয়ে আছে ৭ পয়েন্টে। ম্যাচে বার্সা ৭০ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নেয়, যার ৭টিই লক্ষ্যে ছিল। বিপরীতে, ওসাসুনা নেয় মাত্র ৩টি শট, এর মধ্যে একটি লক্ষ্যে ছিল।
ম্যাচের শুরু থেকেই ওসাসুনার ওপর চাপ সৃষ্টি করে বার্সেলোনা। তবে ২০ মিনিটে ধারার বিপরীতে একটি সুযোগ পায় সফরকারীরা। আন্তে বুদেমিরের শটটি দারুণ দক্ষতায় ঠেকান বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এরপর ফেররান তোরেসের একটি হেডে গোল অফসাইডের কারণে বাতিল হয়।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় বার্সেলোনা। ৭০ মিনিটে পেদ্রির বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। ৮৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। জুলস কুন্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ওসাসুনা ডিফেন্ডারের ভুলে বল পেয়ে এক স্পর্শেই জালে পাঠান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই জয়ে ১৭ ম্যাচে ১৪ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।







