• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ট্রাইব্যুনালে আইনজীবী

দেশে কোনো গুম হয়েছে কি না জানতেন না শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পি.এম.
টিএফআই সেলে গুম-নির্যাতন মামলায় ফরমাল চার্জ অব্যাহতির শুনানিতে বক্তব্য দেন আমির হোসেন-ছবি: সংগৃহীত

টানা শাসনামলে দেশে কোনো মানুষ গুমের শিকার হয়েছে কি না, সে বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবগত ছিলেন না-এমন দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

রোববার (১৪ ডিসেম্বর) টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনা ফরমাল চার্জ থেকে অব্যাহতি চেয়ে করা শুনানিতে তিনি এ দাবি করেন।

শুনানিতে আমির হোসেন বলেন, প্রসিকিউশন শেখ হাসিনাকে ‘সব অপরাধের সূতিকাগার’ হিসেবে উপস্থাপন করছে এবং তার নির্দেশেই গুম সংঘটিত হয়েছে বলে অভিযোগ তুলছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো লিখিত প্রমাণ উপস্থাপন করতে পারেনি প্রসিকিউশন। কারণ শেখ হাসিনা কখনোই গুম বা অপহরণের নির্দেশ দেননি। এমনকি দেশে কোনো গুম হয়েছে কি না, সেটিও তিনি জানতেন না।

এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, চিফ এক্সিকিউটিভ হিসেবে শেখ হাসিনা দায় এড়াতে পারেন কি না। জবাবে আইনজীবী বলেন, একটি দেশে বহু ঘটনা ঘটে, সবকিছু প্রধানমন্ত্রীর জানা সম্ভব নয়। পাশাপাশি তিনি দাবি করেন, গুম ও নির্যাতনের ঘটনাগুলো ঘটেনি, বরং এগুলো প্রোপাগান্ডা।

শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এ মামলায় শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
ফরিদপুর-৪ আসনের নতুন সীমানা অবৈধ ঘোষণা
ফরিদপুর-৪ আসনের নতুন সীমানা অবৈধ ঘোষণা
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের শুনানি
সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের শুনানি