• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৩৮৭

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন, যাদের মধ্যে ১০৮ জন ঢাকায় এবং বাকি ঢাকার বাইরে।

রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭৭ জন। এর মধ্যে ৯৮ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।

বিশেষজ্ঞ অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ডেঙ্গু এখন সারা বছরই দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হলে রোগের সংখ্যা বাড়ছে। তিনি মশা প্রতিরোধক ওষুধ ব্যবহার, প্রচার-প্রসারণ এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জরিমানা বা জনসচেতনতা যথেষ্ট নয়। সঠিক জরিপ ও দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
ডেঙ্গুতে মৃত্যু ৪শ’ ছাড়াল, হাসপাতালে ভর্তি ৯৮ হাজারের বেশি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
১২০ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি
স্বাস্থ্যসেবা সচল রাখতে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের নির্দেশ
স্বাস্থ্যসেবা সচল রাখতে টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের নির্দেশ