• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রায়েদ সাঈদকে হত্যার দাবি ইসরায়েলের, নিন্দা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পি.এম.
হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাঈদকে হত্যা করেছে ইসরায়েল। সংগৃহীত ছবি

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজা নগরীতে একটি গাড়িতে হামলা চালিয়ে হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাঈদকে হত্যা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ বলেন, শনিবার (১৩ ডিসেম্বর) হামাসের এক হামলায় বিস্ফোরক ডিভাইসের আঘাতে দুই ইসরায়েলি সেনা আহত হন। এর প্রতিক্রিয়ায় রায়েদ সাঈদকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলের দাবি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাঈদ। অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হামাসের কোনো শীর্ষ নেতাকে লক্ষ্য করে সবচেয়ে আলোচিত হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গাড়ি হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

তবে হামাস এই হামলাকে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি নস্যাৎ করার অপচেষ্টা’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি সাঈদের নিহত বা আহত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে নেতানিয়াহুর দপ্তরের বিবৃতিতে সাঈদের মৃত্যুর বিষয়টি উল্লেখ না থাকলেও, পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে তার হত্যার বিষয়টি নিশ্চিত করে।

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, রায়েদ সাঈদ হামাসের উচ্চপর্যায়ের সদস্য ছিলেন এবং সংগঠনটির অস্ত্র উৎপাদন নেটওয়ার্ক গড়ে তোলা ও পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

হামাস-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ইজ্‌ আল-দিন আল-হাদাদের পর তিনি সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা ছিলেন। তিনি আগে হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ওড়িশায় নারীকে হত্যার জেরে জ্বালিয়ে দেওয়া বাঙালি গ্রাম
ওড়িশায় নারীকে হত্যার জেরে জ্বালিয়ে দেওয়া বাঙালি গ্রাম