• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ

সীমান্ত প্রদেশে কারফিউ জারি থাইল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পি.এম.
কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষে সীমান্ত প্রদেশে কারফিউ জারি থাইল্যান্ডে। সংগৃহীত ছবি

কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে তীব্র সংঘর্ষের প্রেক্ষাপটে নিজেদের সীমান্তবর্তী ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। রোববার (১৪ ডিসেম্বর) সকালে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় যুদ্ধবিমান, কামান ও অন্যান্য ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

এর আগের দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া পুনরায় যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে। তবে তার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে নতুন করে গোলাগুলি ও পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

গত মে মাসে এক কম্বোডীয় সেনা থাই সেনাদের হামলায় নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় চলতি মাসে কম্বোডিয়ার ভেতরে বিমান হামলা চালায় থাইল্যান্ড। সংঘর্ষের জেরে দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরশান্ত কোংসিরি এক সংবাদ সম্মেলনে কারফিউ জারির ঘোষণা দেন। তিনি বলেন, থাইল্যান্ড সংলাপে বসতে প্রস্তুত, তবে তার আগে কম্বোডিয়াকে সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

ত্রাত প্রদেশের মোট পাঁচটি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে, যা কম্বোডিয়ার কোহ কোং প্রদেশসংলগ্ন। তবে জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ চাং ও কোহ কোদ কারফিউর আওতার বাইরে থাকবে। এর আগে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় সাকেও প্রদেশেও কারফিউ জারি করা হয়েছিল, যা এখনো বহাল রয়েছে।

অন্যদিকে, থাইল্যান্ডের সঙ্গে থাকা সব সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছে কম্বোডিয়া। উল্লেখ্য, দুই দেশের মধ্যে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা ঔপনিবেশিক আমলে নির্ধারিত হয়। এই সীমান্তের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সন্দিহান জেলেনস্কি
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ব্রেস্ট ক্যান্সারের নতুন ভ্যাকসিন নিয়ে বিজ্ঞানীদের আশার আলো
ওড়িশায় নারীকে হত্যার জেরে জ্বালিয়ে দেওয়া বাঙালি গ্রাম
ওড়িশায় নারীকে হত্যার জেরে জ্বালিয়ে দেওয়া বাঙালি গ্রাম