বাঁশখালীতে ট্রাক তল্লাশিতে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা গোয়েন্দা ও বাঁশখালী থানা পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
রোববার(১৪ ডিসেম্বর) রাত ২টায় থানা মসজিদের সামনে চেকপোস্টে একটি মিনি ট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে ১টি দেশীয় এলজি উদ্ধার এবং মিনি ট্রাকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আহম্মদ মোস্তফা (২৬) এবং অনিক কান্তি দে(২৪)। উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক এলাকায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এম







