• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবাবগঞ্জ-শালখুরিয়া

জুয়ার আসর থেকে আটক ১১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পি.এম.
নবাবগঞ্জে বসতবাড়িতে চলছিল জুয়া গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে ৪ নং শালখুরিয়া ইউনিয়নে তিখুর বাজারে সুজন নামক একজন জুয়ারির বাসা থেকে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাস ও জুয়া খেলার আরো সরঞ্জাম এবং ৬ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়।

গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নবাবগঞ্জ থানার  (ভারপ্রাপ্ত) ওসি ডেভিড হিমাদ্রী বর্মা এর নির্দেশনায় থানার এসআই জামিউল এর নেতৃত্বে তার সঙ্গীও ফোর্স সহ ৪ নং শালখুরিয়া ইউনিয়নের তিখুর বাজারে সুজন এর বাসায় অভিযান চালিয়ে তার বাসা থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জাম সহ একই এলাকার ১১ জন জুয়ারী কে আটক করা হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু দে বলেন, ৪ নং শালখুরিয়া ইউনিয়নের তিখুর বাজারে একটি বাসায় জুয়ার আসরের ঘটনা জানার পর আমরা সেখানে অভিযান চালিয়ে ৬ জুয়ারিকে আটক করা হয়েছে এবং খেলার আরো সরঞ্জাম এবং ৬ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। আটকের পর আজ রবিবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড
বাগমারায় কৃষি জমিতে জামায়াত নেতার পুকুর খনন, পাঁচ শ্রমিকের কারাদণ্ড
অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
গগণবাড়ীয়া অসংখ্য মুক্তিযোদ্ধাদের জ্যান্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল
সাতক্ষীরা সুন্দরবনের নীরব গডফাদার শিশু মণ্ডল