• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে আগুন

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পি.এম.
যাত্রীবাহী বাসে আগুন। সংগৃহীত ছবি

রাজধানীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের সামনের সড়কে মিরপুরগামী অছিম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হবে।

এর আগে ১২ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মতিঝিলে ব্যাগ ধরে টান, ইডেন শিক্ষার্থী আহত
মতিঝিলে ব্যাগ ধরে টান, ইডেন শিক্ষার্থী আহত
মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, যাত্রীরা বিপাকে
মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি, যাত্রীরা বিপাকে
হামলাকারীদের ধরতে ডিএমপির সাঁড়াশি অভিযান শুরু
হাদিকে গুলি হামলাকারীদের ধরতে ডিএমপির সাঁড়াশি অভিযান শুরু