• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইনকিলাব মঞ্চ

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পি.এম.
এভারকেয়ার হাসপাতালের সামনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন। সংগৃহীত ছবি

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কার্যকলাপ’ প্রতিহত করার দাবিতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

তিনি বলেন, সোমবার (১৫ ডিসেম্বর) ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে ভারতপন্থি কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হবে।

ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের সম্মতি পাওয়া মাত্রই তাকে বিদেশে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে। হামলার পর তারা নিজেরা তথ্য সংগ্রহ না করে সংগঠনের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে, যা দায়িত্বহীনতার পরিচয়।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ঢাকা-৯ এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না
বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না