• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন বাংলাদেশ বিনির্মাণে নানামুখী পরিকল্পনা নিয়ে জনগণের দ্বারে যাওয়ার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৪ ডিসেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা শীর্ষক আলোচনায় পেশাজীবী ও বিশিষ্টজনদের কাছে বিএনপির আগামী দিনের ভাবনা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।

নীতি ও আইনকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ার ওপর জোর দিয়েছেন তারেক রহমান।
 
তিনি বলেন, আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনকে অগ্রাধিকার দিতে হবে। বিগত সময়ে অনেককে অনেক অন্যায্য সুবিধা দেয়া হয়েছে। তাই দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। সকলে মিলে নতুন বাংলাদেশ গড়তে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদেরও এগিয়ে আসতে হবে।
 
এ সময় রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত নেয়ার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
 
তারেক রহমান বলেন, সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়া দরকার। সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত হবে তা নয়। এ কারণে আমাদের সঠিক সিদ্ধান্ত নেয়ার বিষয়ে সচেতন থাকতে হবে।
 
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি যানজট কমাতে হবে। আগামীর সরকারের জন্য এটি হবে একটি বড় কাজ। কারণ প্রতিদিন আমাদের যে অর্থ, সময় ও শ্রম এই যানজটের কারণে নষ্ট হচ্ছে, সে কারণে আমরা প্রতিদিন পিছিয়ে যাচ্ছি। এ অবস্থার পরিবর্তন করতে হবে।

আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে থেকে নয়, সত্যিকার অর্থে আগুনে পোড়া রাজনৈতিক দল হলো বিএনপি। আমাদের স্বপ্ন দেখাতে হবে, অন্যথায় এগিয়ে যাওয়া যাবে না। তারেক রহমান সে স্বপ্ন দেখাবেন।

ভিওডি বাংলা/ এমএম
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ঢাকা-৯ এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবের
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
ধর্ম কোনো টিকিট বিক্রির বিষয় নয়: আলাল
বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না
বাংলাদেশের মানুষ অন্যায়ের কাছে মাথা নত করে না