শিবচর
নির্বাচনী প্রচারণার ব্যানার ফেস্টুন উচ্ছেদ ভ্রাম্যমান আদালতের

মাদারীপুরের শিবচরে রাস্তার দুই পাশে টাঙ্গানো নির্বাচনী প্রচারণার সকল প্রকার ব্যানার,পোস্টার এবং ফেস্টুন উচ্ছেদ করেন শিবচর ঊপজলার ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম. ইবেনে মিজান।
এসময় শিবচর উপজেলা নির্বাচন অফিসার মোঃ আশফাকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমি সকল নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ করছি তারা যেন নিজ নিজ দায়িত্বে তাদের প্রচারণার পোস্টার- ব্যানার এবং ফেস্টুন সরিয়ে ফেলে,যাতে নির্বাচনী বিধি লঙ্ঘন না হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম.ইবনে মিজান বলেন- নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা ছিল যে তফসিল ঘোষণার ৪৮ ঘন্টার মধ্যে রাস্তাঘাট থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারণা পোস্টার-ব্যানার এবং ফেস্টুন উচ্ছে করতে হবে। সে নির্দেশনা বাস্তবায়নে আমরা শিবচর উপজেলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা এবং শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামসহ আরও অনেকে।
ভিওডি বাংলা/ আহসান হাবীব/ আ







