• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

ইউনূসকে ফোন করে গুতেরেসের গভীর শোক

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ এ.এম.
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংগৃহীত ছবি

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে তিনি এই শোক জানান।

ফোনালাপে গুতেরেস বলেন, ‘আমি গভীর সমবেদনা জানাতে ফোন করছি। এই হামলার ঘটনায় আমি আতঙ্কিত ও বিপর্যস্ত বোধ করছি।’ তিনি বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুরোধ জানান। 

এ সময় অধ্যাপক ইউনূস আহত বাংলাদেশি শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব জানান, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

অধ্যাপক ইউনূস আহত সেনাদের চিকিৎসা ও সরিয়ে নেওয়ার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

ফোনালাপে দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে। গুতেরেস বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করেনি সরকার
গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও বাস্তবায়ন করেনি সরকার
সুদানে প্রাণ দিলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
সেনাবাহিনীর নিন্দা সুদানে প্রাণ দিলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী