সিইসি
ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, “মাঝে মাঝে দু-একটা খুনখারাপি হয়। ওসমান হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না।”
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সিইসি আরও বলেন, “নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে নিয়ে নির্বাচনে যাবে কমিশন।”
বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, “এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সিইসি নতুন বাংলাদেশের স্বপ্ন অর্জনে তরুণদের ভূমিকা গুরুত্বসহকারে তুলে ধরে বলেন, “তরুণরা যেমন ১৯৭১, ১৯৭৪ এবং ২০২৪ সালে শক্তি দেখিয়েছে, এই নির্বাচনও ঐতিহাসিক হবে। এবার গণভোটও হবে। ইসির সাহসী পদক্ষেপের সঙ্গে তরুণদের অংশগ্রহণ থাকলে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন করা সহজ হবে।”
ভিওডি বাংলা/ আরিফ


