আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতের দিকে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বিভিন্ন কৌশলে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামো ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ, তারা সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন টকশোতে নিষিদ্ধ সংগঠন পুনরায় সক্রিয় করার প্রচারণা চালাচ্ছেন, যা রাষ্ট্রবিরোধী কার্যক্রমকে উস্কে দিচ্ছে।
এর আগে রোববার সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিক আনিস আলমগীরকে ধানমন্ডির একটি জিম থেকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) নেয়া হয়। ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন। আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের পর তার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন এবং সম্প্রতি টকশোতে নানা মন্তব্যের কারণে আলোচিত ছিলেন।
ভিওডি বাংলা/ আরিফ






