টপ নিউজ
ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পি.এম.

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সংগৃহীত ছবি
গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল ১১টা ২০ মিনিটে ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালালে অবতরণ করেছিল।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢামেকে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ভিওডি বাংলা/ আরিফ




