সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখাল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলছে গোয়েন্দা পুলিশ। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে বলে সোমবার বিকাল তিনটার দিকে এমনটাই জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।
রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের অভিযোগে এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি অভিযোগ দাখিল করেন জুলাই রেভ্যুলেশনারি এলায়েন্স কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
সেই অভিযোগের প্রেক্ষিতে হওয়া মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান।
এর আগে, রোববার রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
ভিওডি বাংলা/ এমএম






