লাল শাড়িতে রাজকীয় বধূরূপে সাদিয়া আয়মান

অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা সাদিয়া আয়মানের জন্য নতুন কিছু নয়। তবে এবার আলোচনার কেন্দ্রে তার অভিনয় নয়, বরং রাজকীয় বধূরূপ। লাল শাড়িতে স্নিগ্ধ ও দ্যুতিময় উপস্থিতিতে অনুরাগীদের চোখ মুহূর্তেই থমকে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একগুচ্ছ ব্রাইডাল লুকের ছবি শেয়ার করেছেন সাদিয়া। ফটোশুটে নিয়মিত দেখা না গেলেও একটি ব্রাইডাল মেকওভারে রীতিমতো নজর কাড়েন তিনি।

ছবিতে দেখা যায়, ক্ল্যাসিক অন্দরমহলের আবহে ঘন লাল বেনারসিতে ধরা দিয়েছেন সাদিয়া। শাড়ির সোনালি জরির সূক্ষ্ম কারুকাজ ও নিখুঁত এমব্রয়ডারি ঐতিহ্য আর আধুনিক রুচির সুন্দর মেলবন্ধন তৈরি করেছে।
লাল টিপ, গাঢ় কাজল ও চোখের গভীর সাজের সঙ্গে ঠোঁটে লালের আভা—সব মিলিয়ে তার মুখাবয়ব হয়ে উঠেছে আরও স্নিগ্ধ। খোলা চুলে হালকা কার্ল যোগ করেছে আলাদা মাত্রা।

অলংকারেও ছিল আভিজাত্যের ছোঁয়া। মাথায় টিকলি ও মাঙ্গটিকা, গলায় কুন্দন-পাথরের ভারী নেকলেস, হাতে চওড়া চুড়ি ও বালা—সবকিছু মিলিয়ে ফুটে উঠেছে ঐতিহ্যবাহী বাঙালি বধূর সৌন্দর্য।
এই সাজ শুধু ফ্যাশনের প্রকাশ নয়, আত্মবিশ্বাসেরও প্রতিচ্ছবি। নিজের পরিশ্রমে অর্জিত সাফল্য ও স্বাধীনতাকে ঘিরে নিজেকে ‘রানি’ ভাবার যে কথা সাদিয়া আগেই বলেছেন, এই ছবিতে তারই দৃশ্যমান প্রকাশ ঘটেছে।

উল্লেখ্য, চলতি বছরের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমার পর নতুন করে আলোচনায় আসেন সাদিয়া আয়মান। পাশাপাশি ‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’ নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ভিওডি বাংলা/ আরিফ







