বাঁশখালী
কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চট্টগ্রাম বাঁশখালীতে কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫–২০২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১ হাজার ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত জাতের বীজ ও সঠিক মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা কম খরচে অধিক ফলন পেতে পারবেন। সরকারের এ উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ৪০০ জন কৃষককে উফশী ধানের বীজসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। পাশাপাশি ৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের যাচাই-বাছাই করে এ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকরা যদি আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করেন, তাহলে কৃষিতে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে।”
এ সময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়োপযোগী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী, চট্টগ্রাম।
ভিওডি বাংলা/ জয়নাল/ আ






