• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাঁশখালী

কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পি.এম.
কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। সংগৃহীত ছবি

চট্টগ্রাম বাঁশখালীতে কৃষিই সমৃদ্ধি’—এই স্লোগানকে সামনে রেখে ২০২৫–২০২৬ অর্থবছরের রবি মৌসুমে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১ হাজার ৩২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা সুরঞ্জিত রুদ্রের সঞ্চালনায় বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়নে সরকারের প্রণোদনা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উন্নত জাতের বীজ ও সঠিক মাত্রায় সার ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা কম খরচে অধিক ফলন পেতে পারবেন। সরকারের এ উদ্যোগ কৃষকদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় বাঁশখালী উপজেলার ৪০০ জন কৃষককে উফশী ধানের বীজসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়। পাশাপাশি ৯২০ জন প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ২ কেজি করে বোরো হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের যাচাই-বাছাই করে এ সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকরা যদি আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করেন, তাহলে কৃষিতে কাঙ্ক্ষিত উৎপাদন অর্জন সম্ভব হবে।”

এ সময় উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সময়োপযোগী সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালী, চট্টগ্রাম।

ভিওডি বাংলা/ জয়নাল/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
নবাবগঞ্জ ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা
মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা