সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশ তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। এর আগে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয়। এ সময় তার হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল।
কাঠগড়ায় তোলার পর তার আইনজীবীরা তাকে ঘিরে ধরেন। এ সময় কয়েকজনের সঙ্গে কথা বলেন আনিস আলমগীর। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বারবার চোখের পানি মুছতে থাকেন।
এর আগে সন্ধ্যা ৫টা ৮ মিনিটে ডিবি কার্যালয় থেকে সাদা মাইক্রোবাসে করে তাকে আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান রিমান্ড আবেদন করেন।
গত ১৪ ডিসেম্বর ধানমন্ডির ২ নম্বর এলাকার একটি জিম থেকে বের হওয়ার সময় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন মারিয়া কিসপট্টা ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে আসামিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোর মাধ্যমে নিষিদ্ধ সংগঠন পুনর্বাসনের প্রপাগান্ডা চালিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।
ভিওডি বাংলা/ আরিফ





