নাহিদ ইসলাম
অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি একে ‘অথর্ব নির্বাচন কমিশন’ আখ্যা দেন।
সোমবার (১৫ ডিসেম্বর) শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আজকের সমাবেশের বার্তা স্পষ্ট—বাংলাদেশ ও জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ। ওসমান হাদির শরীরে গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব আক্রান্ত হয়েছে। বাংলাদেশ যতবার আক্রান্ত হয়েছে, তরুণরা ততবার প্রতিরোধ গড়ে তুলেছে।”
তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নৈতিকভাবেই যৌক্তিক। “৫ আগস্টের পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পরিকল্পিতভাবে জুলাই বিপ্লবীদের টার্গেট করা হচ্ছে,” বলেন তিনি।
বিজয় দিবস প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “১৬ ডিসেম্বর শুধু বিজয়ের দিন নয়, এটি প্রতিরোধের যাত্রারও সূচনা। সেই প্রতিরোধ ছিল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। সেই লড়াই আজও অব্যাহত। আগামীকাল সারা দেশের রাস্তায় রাস্তায় আমরা প্রতিরোধের যাত্রা শুরু করব।”
তিনি আরও বলেন, “ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও তারা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবে বা নির্বাচনে কারচুপি করবে, তবে সেটি ভুল ধারণা।”
নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদির ওপর গুলির ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের পর তার পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। “এই নির্বাচন কমিশনের অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়,” বলেন তিনি।
ভিওডি বাংলা/ আরিফ

