হাদি হত্যাচেষ্টা
সেভেন সিস্টার্স আলাদা করার হুঁশিয়ারি হাসনাতের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, “বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সন্ত্রাস চালাচ্ছে, ভোটচুরি করছে এবং হাদিকে হত্যার চেষ্টা করেছে—তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। এর মাধ্যমে দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে।”
ভারতকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, “যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকার মানে না—তাদের আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।”
তিনি আরও দাবি করেন, “হাসিনার পৃষ্ঠপোষক ভারত অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একটি পক্ষকে দাঁড় করিয়েছে। এখন ভারতের অবস্থান স্পষ্ট করার সময় এসেছে।”
এদিকে, একই দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করলে তার প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “অথর্ব নির্বাচন কমিশনের কাছে মানুষের মৃত্যু কেবল একটি সংখ্যা। এমন মেরুদণ্ডহীন কমিশনারদের ক্ষেত্রেও যেন একদিন এমন ‘বিচ্ছিন্ন ঘটনা’ ঘটে—সেই অপেক্ষায় থাকলাম।”
ভিওডি বাংলা/ আরিফ

