তাসকিনকে নিজের রেকর্ড ভাঙার আহ্বান শোয়েবের

বিশ্বের সবচেয়ে গতিময় বোলার হিসেবে পরিচিত পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন প্রায় এক যুগ আগে। এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন তিনি। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব।
গেল শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পৌঁছান শোয়েব আখতার। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
রোববার এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শোয়েব আখতার বলেন, তিনি চান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ তার গতি রেকর্ড ভেঙে দিক। উল্লেখ্য, ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন শোয়েব, যা এখনও অক্ষুণ্ণ রয়েছে।
বাংলাদেশে এসে নিজের অনুভূতি প্রকাশ করে শোয়েব বলেন, “আমি এই দেশকে অনেক ভালোবাসি। অনেক দিন ধরেই বাংলাদেশে আসার ইচ্ছা ছিল। বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা সবাই জানে, আর এখানকার মানুষ আমাকে কতটা ভালোবাসে, সেটাও আমি আজীবন দেখেছি। এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে।”
ভিওডি বাংলা/ আরিফ







