• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষ দুজনই মেডিকোর শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক    ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পি.এম.
ভিওডি বাংলা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল ও ডেন্টাল) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল দেশসেরা প্রতিষ্ঠান ‘মেডিকো’। প্রকাশিত ফলাফলে জাতীয় মেধাতালিকায় ১ম ও ২য়—শীর্ষ দুটি স্থানই অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

১০০ নম্বরের মধ্যে ৯১.৫০ মেধাস্কোর পেয়ে দেশসেরা হয়ে প্রথম স্থান অধিকার করেছেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম শান্ত (মেডিকো রোল- ২৫০১২৫৩৯)। তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ঠিক তার পরেই অবস্থান করছেন হলি ক্রস কলেজের কৃতী শিক্ষার্থী তাসনিয়া তৌফিক নাবিহা। তিনি ৯১ নম্বর পেয়ে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন (মেডিকো রোল- ২৫০৫৯২৯২)।

আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য নিজেদের সাফল্যের রহস্য ও পরামর্শ দিয়েছেন দেশসেরা এই দুই শিক্ষার্থী। নিজের প্রস্তুতির অভিজ্ঞতার কথা জানিয়ে ১ম স্থান অধিকারী জাহাঙ্গীর আলম শান্ত বলেন, "আমি প্রয়োজন ছাড়া কখনোই মোবাইল ব্যবহার করতাম না। প্রস্তুতির এক পর্যায়ে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলাম, কিন্তু হতাশ না হয়ে সুস্থ হবার পর আরও বেশি সময় দিয়ে আমি সিলেবাস শেষ করি। আমি মেডিকোর নিয়মিত ব্যাচে পড়েছি, মেডিকোর ক্লাস ও পরীক্ষা আমার সঠিক প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

অন্যদিকে ২য় স্থান অধিকারী তাসনিয়া তৌফিক নাবিহা।  বলেন, "পড়াশোনায় পূর্ণ মনোযোগ ধরে রাখতে আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল না। কোনো বিভ্রান্তি ছাড়াই আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম। আমি নিয়মিত পরীক্ষাগুলো দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করেছি, মেডিকোর এক্সাম এর পাশাপাশি নিয়মিত মেন্টররাও আমাকে গাইড করেছেন। "

মেডিকো কর্তৃপক্ষ জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২৭৫০ এর অধিক শিক্ষার্থীর মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ হয়েছে মেডিকোর একাডেমিক কার্যক্রমের মাধ্যমে। বিভিন্ন ধরনের নতুন ও সময়োপযোগী কোর্স প্ল্যানের কারণে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মেডিকো দেশব্যাপী শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করেছে।

-নি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাভবন মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশ মুখোমুখি
শিক্ষাভবন মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশ মুখোমুখি
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
শাহবাগ অবরোধে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ শাহবাগ অবরোধে ৫ কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা