পদ্মা সেতুতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ১

পদ্মাসেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসকে পেছনে থেকে আরেকটি বাসের ধাক্কার ঘটনা ঘটে। এতে তোফায়েল মিয়া (২৭) নামের এক বাসের সহকারী নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার বরাবর এ ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে এবং বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভাড়া থাকতেন।
পুলিশ ও সেতু কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের বাসটি হঠাৎ সেতুর উপর দাঁড়িয়ে গেলে পেছন থেকে আসা ঢাকাগামী বসুমতী পরিবহন নামের বাসটি ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান।
সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ পুলিশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দু’টি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ায় যানজট সৃষ্টি হয়নি।
পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, “বাসগুলো সেতুর উপর দাঁড়াবার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। আমরা সব সময় গাড়িচালকদের সতর্ক করি যাতে সেতুর উপর গাড়ি না দাঁড়ায়।”
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের উপপরিদর্শক কবির হোসেন জানান, মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/জা







