বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলা হয়, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। সেই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে যুগান্তকারী, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সফল করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মুক্তিবাহিনী ও ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই বিজয় ভারতের সামরিক ইতিহাসকে নতুন রূপ দিয়েছে, দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলেছে এবং একটি নতুন জাতির জন্ম দিয়েছে-বাংলাদেশ। পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অত্যাচার ও নিপীড়নের অবসান ঘটানোও এই বিজয়ের অংশ।
মাত্র ১৩ দিনে ভারতীয় সেনার অসাধারণ সাহস ও দক্ষতায় ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছে-যা বিশ্বের বৃহত্তম সামরিক আত্মসমর্পণগুলোর মধ্যে একটি।
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে মুক্তিযুদ্ধকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করা হয়, বাংলাদেশের নাম উল্লেখ না করেই। মোদি লিখেছেন, ‘ভারতের ঐতিহাসিক বিজয়।’
ভিওডি বাংলা/জা







