• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিবচরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পি.এম.
শিবচরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের শিবচর উপজেলায় প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে  জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস অনুষ্ঠানের সূচনা হয়।

শিবচরে মহান বিজয় দিবস পালিত।

সকাল সাড়ে ৮টার দিকে শিবচরের ঐতিহাসিক হাতির বাগান মাঠে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশনা, শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ.এম.ইবনে মিজান।

শিবচরে মহান বিজয় দিবস পালিত।

এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন-শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহীদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ শাহনেওয়াজ তোতা, উপজেলা নির্বাচন অফিসার মো: আশফাকুর রহমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম,মাদারীপুর-১(শিবচর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী নাদিরা আক্তার,শিবচর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জামায়াত মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধা, নায়েবে আমির মজিবুর রহমান শিকদার, শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শিবচর উপজেলা একাডেমিক সুপার ভাইজার আসাদুর রহমান,শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব সোহেল রানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ আহসান হাবীব/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
রাসিকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
রাসিকের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা
মাদারীপুর ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা