নাগরপুরে বিজয় দিবস উদযাপন

দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
সূর্যদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, নাগরপুর প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্টানে টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মুরাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো. মোকাদ্দেস প্রমূখ। অনুষ্টানে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবকসহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ মো: নজরুল ইসলাম খান/ আ







