চাঁদা না দেওয়ায়
ঘরে আগুন ও হামলার অভিযোগ বিএনপি-যুবদল নেতার বিরুদ্ধে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঁদা না দেওয়ায় বসতঘরে আগুন ও হামলার অভিযোগ উঠেছে বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে।
গত রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহিদিয়া জালপাড়া মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার পাকুন্দিয়া থানায় মৌখিক অভিযোগ দিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলায় নেতৃত্ব দেন এগারসিন্দুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ পাঠান এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা এরশাদ মিয়া।
হামলার সময় আগুনে দগ্ধ হয়ে শাহজাহান আলী (৫০) ও তার মেয়ে শারমিন আক্তার (৩০) গুরুতর আহত হন। এছাড়া রাতুল নামে এক শিশু আহত হয়। আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মানিক মিয়ার কাছ থেকে বাহাদিয়া মৌজার ৯ গন্ড জমি ১১ লাখ টাকায় কেনার জন্য শাহজাহান আলী ৫০ হাজার টাকা বায়না দেন। বাকি সাড়ে ১০ লাখ টাকা পরিশোধের পর দলিল করার কথা ছিল। পরে ওই জমিকে কেন্দ্র করে বিএনপির নাম ব্যবহার করে সৈয়দ পাঠান ও যুবদল নেতা এরশাদের নেতৃত্বে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুরে বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয় বলে অভিযোগ।
ভুক্তভোগী শাহজাহান আলীর ভাতিজা জাহাঙ্গীর আলম জামান বলেন, “চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। আমাদের কাছে হামলার ভিডিও ফুটেজ রয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযুক্ত বিএনপি নেতা সৈয়দ পাঠান ও যুবদল নেতা এরশাদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ মিথ্যা।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, “মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ







