• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পি.এম.
বিজয় দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা

যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও নানান কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্য উদোয়ের সাথে সাথে বিজয় ৭১ পাদদেশে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দিবসের সুচনা করা হয়।

সকাল ৯টায় উপজেলা চত্বরে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া অনুষ্ঠানে বিজয়ের চেতনায় মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জাতীয় সংসদ নির্বাচনে ১৪৭ ময়মনসিংহ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা,উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস,সদস্য সচিব (ভারপ্রাপ্ত) রমজান হোসেন খান।  এছাড়াও গৌরীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর জামায়াতে ইসলামীর আমির মাওলানা বদরুজ্জামান,প্রেসক্লাব সভাপতি কাজী আব্দৃল্লাহ আল আমিন,সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,সাধারন সম্পাদক শেখ বিপ্লব,সাংবাদিক ঐক্যফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা,সাধারন সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন,মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মন্ডল এবং গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও শান্তির প্রতিক কবুতর আকাশে উড়িয়ে দেন। এরপর প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শন মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান সম্পন্ন হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় মুক্তিযোদ্ধাদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকেলে উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়েই মহান বিজয় দিবসের কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা ও উপস্থিত সুধীজন।

ভিওডি বাংলা/ মোঃ হুমায়ুন কবির/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত