• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চীনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিএনপির বিজয় দিবস উদযাপন

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ পি.এম.
গুয়াংজুতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন-ছবি: সংগৃহীত

চীনের গুয়াংজু শহরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভার শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আলোচনা সভার সঞ্চালক ছিলেন সাবেক ছাত্রনেতা ও বৃহত্তর চীন বিএনপি নেতা আসিফ হক রুপু, এবং সভাপতিত্ব করেন চীন বিএনপি নেতা সাখাওয়াত হোসেন কানন। সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চীন বিএনপি নেতা এসএম আল-আমিন। তিনি বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে নয় মাসের যুদ্ধ শেষে বাঙালি জাতি যে স্বাধীনতা উপভোগ করেছে, তা স্বাধীনতা বিরোধীরা বারবার নষ্ট করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করবে।”

সভায় সভাপতিসহ অন্যান্যরা বলেন, বিএনপি হলো গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দল। প্রবাসী বাংলাদেশিদের দেশের পরিবারকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়। অন্যান্য বক্তারা ছিলেন চীন বিএনপি নেতা শেখ মাহবুবুর রশীদ, সাবেক ছাত্রনেতা ও চীন বিএনপি নেতা ওয়ালী উল্লাহ, হাসমত আলী মৃধা ও মুসা নূর ইসলাম।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত রুবেল আহমদের মৃত্যু
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত রুবেল আহমদের মৃত্যু
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক
মালয়েশিয়ায় ১২৪ অবৈধ প্রবাসী আটক