নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ঘৌড় দৌড় প্রতিযোগিতা

টাঙ্গাইলের নাগরপুরে বিজয় দিবস উপলক্ষে ৮৮ তম ঘৌড় দৌড় আনন্দ উল্লাস নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে উপজেলার সহবতপুর ইউনিয়নে চরডাঙ্গা ঘোড়া দৌড় ময়দানে এ প্রতিযোগিতার আয়োজন করেন চরডাঙ্গা যুব সমাজ ও গ্রামবাসী।
মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু।

উদ্বোধন করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. তোফায়েল আহেমদ মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল রানা, সহ-অর্থ সম্পাদক মো. শহীদুর রহমান শহিদ, সহকারী ভূমি কর্মকর্তা সোলায়মান হোসেন, সাবেক জিএস নুরুজ্জামান রানা প্রমূখ।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা। এ সময় হাজার হাজার নারী-পুরুষ উৎসব মূখর পরিবেশে এ ঘৌড় দৌড় উপভোগ করেন।
ভিওডি বাংলা/ মো: নজরুল ইসলাম খান/ আ







