• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পি.এম.
পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী। ছবি: ভিওডি বাংলা

পাবনার সংগীতশিল্পী, সাংস্কৃতিক সংগঠক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রলয় চাকীর ছেলে সানী চাকী জানান, সকাল ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল তাদের বাড়িতে এসে তার বাবার খোঁজ করে। পরে কোনো মামলা বা গ্রেফতারী ওয়ারেন্ট ছাড়াই তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।আটক এর কারণ জানতে চাইলে পুলিশ সুনির্দিষ্ট কোনো তথ্য না দিলেও ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করে নেওয়া হচ্ছে বলে জানানো হয়।

তিনি আরও বলেন, তার বাবা কখনো রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেননি এবং তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। সরকার পতনের পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন। পাশাপাশি প্রলয় চাকী শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও চোখের কর্নিয়ার সমস্যায় ভুগছেন। এ অবস্থায় তাঁকে অযথা হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তার ছেলে সানী চাকী।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মোঃ রাশিদুল ইসলাম বলেন, সারা দেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে প্রলয় চাকীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ গিয়াস উদ্দিন সরদার/ আ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম: শ্যামল
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
ফেনীর রেলগেইট এলাকায় ব্যাটারিচালিত অটোচালককে কুপিয়ে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা
মিঠামইনে বৃদ্ধ কৃষককে গলা কেটে হত্যা