• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯.৭ ডিগ্রিতে

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৮ এ.এম.
ঘন কুয়াশা ও কনকনে শীতে তেঁতুলিয়ার মহাসড়ক -ছবি-ভিওডি বাংলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উত্তরের হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। 

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

স্থানীয়দের মতে, সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাস ও ঘন কুয়াশা শুরু হয়। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়ে যায়। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসছে এবং কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেকেই গরম কাপড় পরে বের হচ্ছেন, আবার কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতের দাপটে বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে সর্দি, কাশি, জ্বরসহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা প্রয়োজনীয় সতর্কতা ও পরামর্শ দিচ্ছেন।

শীতের কারণে রিকশা-ভ্যানচালক ও কৃষিশ্রমিকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ রিকশাভ্যানে উঠতে অনাগ্রহী হওয়ায় দৈনন্দিন আয় কমে গেছে শ্রমজীবী মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সামনে আরও তাপমাত্রা কমতে পারে বলে তিনি সতর্ক করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী আটক
পাবনা জেলা সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী আটক
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা
বাঁশখালীতে বিএনপির বিজয় দিবসের র‍্যালিতে পাপ্পা