ডিজিটালাইজেশনে দুর্নীতি-ভোগান্তি কমেছে: আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বলেন, “ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রবাসীদের দুর্নীতি ও ভোগান্তি কমানো সম্ভব হয়েছে। প্রথমবারের মতো মালয়েশিয়ায় মাল্টিপল ভিসা ব্যবস্থা চালু করা হয়েছে এবং সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে।”
বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, সৌদি আরবের সাথে প্রথমবারের মত বাংলাদেশ আনুষ্ঠানিক চুক্তি করেছে। চুক্তি করার সাথে সাথে ওদের ইম্প্যাক্ট বোঝা যায় না, কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে। সৌদি মিনিস্টার আমাকে বলেছেন, তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে, এটা হয়নি। আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয়নি। বাংলাদেশের সাথে হয়েছে।
আসিফ নজরুল বলেন, আমরা যাওয়ার পর শুনতাম, মালয়েশিয়ায় যারা শ্রমিক থাকে তারা দেশে আসতে পারে না। আসলে আর ফিরে যেতে পারে না। কারণ তাদের সিংগেল ভিসা দেওয়া হতো। আমরা অনেক রিকুয়েস্ট করে এটাকে মাল্টিপল ভিসা করতে পেরেছি। প্রথমবারের মতো মাল্টিপল ভিসা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে সিন্ডিকেট নিয়ে অনেক অভিযোগ শোনা যায়। মালয়েশিয়ার সিন্ডিকেটকে আমরা সম্পূর্ণ ডিলিস্টিং করেছি। আমরা স্ট্রংলি বলেছি, আমরা সিন্ডিকেট হতে দিব না। এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল, সেটা ভাঙার চেষ্টা করেছি। অন্তত হতে দেইনি এখনো। আমাদের মনে হয়, আমাদের আরো অনেক কিছু করার আছে।
তিনি আরও জানান, প্রবাসী অ্যাপস ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশগামী শ্রমিকদের দুর্নীতি ও ভোগান্তি অনেকাংশে কমেছে। আইওএম ও আইএলও-এর সহযোগিতায় চালু করা ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম পুরো প্রক্রিয়া ১০০% ডিজিটাল করেছে। সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি এবং মালয়েশিয়ায় মাল্টিপল ভিসা ব্যবস্থা প্রবাসীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।
ভিওডি বাংলা/জা






