• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মিরপুরের ৬০ ফিট সংযোগ সড়ক আজ থেকে চালু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পি.এম.
দীর্ঘদিন যানজটের সমস্যার সমাধানে ৬০ ফিট সংযোগ সড়ক আজ চালু হচ্ছে -ছবি-ভিওডি বাংলা

রাজধানীর মিরপুরে দীর্ঘদিন যানজটের সমস্যার সমাধানে ৬০ ফিট সংযোগ সড়ক আজ বুধবার (১৭ ডিসেম্বর) থেকে চালু হচ্ছে। এ উপলক্ষে বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬০ ফিট সড়কের ওই সংযোগ ব্যবস্থা না থাকায় কয়েক যুগ ধরে সড়কটিতে যানজট সৃষ্টি হতো। এতে নাগরিকদের ভোগান্তি পোহাতে হতো। তাই কয়েক মাস আগে সংযোগ সড়কে থাকা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করে ডিএনসিসি। এরপর সড়কটি সংস্কার কাজ শুরু হয়। কাজ শেষে আজ এটি সর্বসাধারণের চলাচলের খুলে দেওয়া হবে।

ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
বিজয় দিবস সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু
ডাকসু স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু
আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা
আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা