টপ নিউজ
পুরান ঢাকায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.

আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী। সংগৃহীত ছবি
পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে
ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। পরে লালবাগ থেকে দুইটি, হাজারীবাগ থেকে দুইটি এবং পলাশী থেকে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
এ ছাড়া সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পথে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি।
ভিওডি বাংলা/ আরিফ





