• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকার প্রবেশমুখে নিরাপত্তা বাড়াচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানান। 

তালেবুর রহমান বলেন, ঢাকা মহানগরীর সামগ্রিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার্থে অদ্য থেকে চেকপোস্ট ব্যবস্থা আরও বেগবান করা হয়েছে। আজ বিকেল ৪টা থেকে মহানগরীর বিভিন্ন বিভাগের কৌশলগত স্থানগুলোতে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হবে।

নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে- রমনা বিভাগের বসিলা, লালবাগ বিভাগের বাবুবাজার, ওয়ারী বিভাগের পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ ও স্টাফ কোয়ার্টার এলাকা। এছাড়া মতিঝিল বিভাগের বাসাবো (কমলাপুরগামী রাস্তা), মিরপুর বিভাগের গাবতলী, গুলশান বিভাগের ৩০০ ফিট এবং উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া ও ধৌড় ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হবে।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
বিজয় দিবস সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু
ডাকসু স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু
আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা
আনিস আলমগীর-শাওনসহ চারজনের বিরুদ্ধে মামলা