• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

​যশোর-২

বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে হামলা, যুবক আটক

​যশোর প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পি.এম.
যশোর-২ বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে হামলার ঘটনায় আটক যুবক। ছবি: ভিওডি বাংলা

​যশোর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির বাসভবনে গভীর রাতে অনুপ্রবেশ ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে এক অজ্ঞাত যুবক দেয়াল টপকে সাবিরা নাজমুলের বাসভবনে প্রবেশ করে। ভেতরে ঢুকে ওই যুবক বাসভবনের কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে ফেলে। এ সময় সে তাদের ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। হামলায় কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

​ঘটনার সময় আর্তচিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হামলাকারী যুবক একটি ধারালো বটি নিয়ে উপস্থিত লোকজনকে ধাওয়া করে। একপর্যায়ে সে বাসভবনের গেট টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং হাতেনাতে আটক করে।

​খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয়।

​ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, আটক যুবকের পরিচয় নিশ্চিত করতে এবং এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো পরিকল্পনা ছিল কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

ভিওডি বাংলা/ জুবায়ের হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে বিলীনের পথে প্রাচীন যুগের নিদর্শন
নবাবগঞ্জে বিলীনের পথে প্রাচীন যুগের নিদর্শন
পাঁচ দিনব্যাপী বিএডিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
বাকৃবিতে পাঁচ দিনব্যাপী বিএডিসি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
বিগত আমলে কোনো সরকার আলেম হত্যার বিচার করেনি
আব্দুস সোবাহান বিগত আমলে কোনো সরকার আলেম হত্যার বিচার করেনি