আব্দুস সোবাহান
বিগত আমলে কোনো সরকার আলেম হত্যার বিচার করেনি

মহান মুক্তিযুদ্ধ, শাপলা চত্বর এবং ২৪ জুলাইয়ের আন্দোলনে আলেম-উলামারা যেভাবে জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচার কোনো সরকারই করেনি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুস সোবাহান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে মাদারীপুর জেলা কার্যালয়ে খেলাফত মজলিসের মাদারীপুর পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি আব্দুস সোবাহান বলেন, আলেমদের রক্তের বিচার আজও হয়নি। ভবিষ্যতে যদি ইসলামী শাসনব্যবস্থার অধীনে সরকার গঠিত হয়, তবে তাদের রক্তের ন্যায্য মূল্য অবশ্যই আদায় করা হবে। যে বাংলাদেশ গঠনে আলেম-উলামাদের ভূমিকা রয়েছে, তা স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকা উচিত।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খেলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আহমাদ, সাধারণ সম্পাদক হাবিব মিসবাহুল ইসলাম এবং জেলা শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা চৌধুরী উদ্দিন।
পৌর শাখার সভাপতি নোমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন- পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিব।
সভা শেষে যুদ্ধাহত, শহিদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ মহিবুল আহসান লিমন/ আ







