• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজবাড়ী প্রতিনিধি    ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ পি.এম.
রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন। সংগৃহীত ছবি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া মালিয়াট এলাকায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার দেবব্রত সরকারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জমিদাতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জনবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে অস্থায়ীভাবে কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান শুরু হবে। পরবর্তীতে নিজস্ব ক্যাম্পাসে পূর্ণাঙ্গ শিক্ষা কার্যক্রম চালু করা হবে। এছাড়া ২০২৭ সাল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম বলেন, “স্থানীয় জনগণের দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় এবং সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে এই সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এ প্রতিষ্ঠানটি শুধু একাডেমিক শিক্ষাই নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সার্বিক মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “আগামী এপ্রিল মাস থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান শুরু হবে। পর্যায়ক্রমে এটি একটি পূর্ণাঙ্গ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে কালুখালী ও আশপাশের এলাকার শিক্ষার্থীরা ঘরে বসেই মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

ভিওডি বাংলা/ কামাল হোসেন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে আ’লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ নবাবগঞ্জে আ’লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার
দালাল চক্র ও চিকিৎসক সংকটে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সাতক্ষীরা দালাল চক্র ও চিকিৎসক সংকটে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শিবচরে ইসলামি আন্দোলনের গণসংযোগ
মাদারীপুর শিবচরে ইসলামি আন্দোলনের গণসংযোগ