• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুল্কের ভয় দেখিয়ে ৮ যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ফাইল ছবি

শুল্ক নীতির কঠোর প্রয়োগের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটটি যুদ্ধ থামাতে পেরেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৭ ডিসেম্বর) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘শুল্ক’ তার সবচেয়ে প্রিয় শব্দ, যা বৈশ্বিক বাণিজ্য ও কূটনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান আমূল বদলে দিয়েছে। 

ভাষণে ট্রাম্প দাবি করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর গত সাত মাসে যুক্তরাষ্ট্রে একজনও বিদেশি অবৈধভাবে প্রবেশ করতে পারেননি। তার ভাষায়, ‘সবাই বলেছিল এটা অসম্ভব, কিন্তু আমরা প্রমাণ করেছি-এটা সম্ভব।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের শক্তি পুনরুদ্ধার করেছি। মাত্র ১০ মাসে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি, ইরানের পারমাণবিক হুমকি ধ্বংস করেছি এবং গাজায় শান্তি প্রতিষ্ঠা করেছি। এর ফলে ৩ হাজার বছরের মধ্যে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি এসেছে।’

তিনি তার প্রশাসনের সাফল্যের পেছনে শুল্ক নীতির বড় ভূমিকার কথা উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, এ নীতির কারণে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে ১৮ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত হয়েছে। আমদানি শুল্ক এড়াতে বহু আন্তর্জাতিক কোম্পানি দেশে ফিরে এসেছে, ফলে উৎপাদন বেড়েছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমোবাইল খাতে নজিরবিহীন অগ্রগতি হয়েছে।

ট্রাম্প বলেন, বড় ও সুন্দর বিল পাসের পর বকশিশ, অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক এবং সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কোনো কর আরোপ করা হয়নি। এতে একটি পরিবার বছরে ১১ হাজার থেকে ২০ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে বলে তিনি দাবি করেন।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির সমালোচনা করে বলেন, সীমান্ত বন্ধ করতে নতুন কোনো আইন নয়, প্রয়োজন ছিল একজন নতুন প্রেসিডেন্টের। তার ভাষায়, ‘আমরা বিশ্বের সবচেয়ে খারাপ সীমান্ত পেয়েছিলাম, যা এখন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সীমান্তে পরিণত হয়েছে।’

এ ছাড়া ট্রাম্প মার্কিন সেনাদের জন্য এককালীন ১,৭৭৬ ডলার ভাতা দেওয়ার ঘোষণা দেন। বড়দিনের আগেই ১৪ লাখ ৫০ হাজারের বেশি সেনা এই অর্থ পাবেন বলে জানান তিনি। এ সুবিধাকেও শুল্ক নীতির ফল হিসেবে উল্লেখ করেন ট্রাম্প।

এর আগে বিভিন্ন সময়ে ট্রাম্প ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কোসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া এবং রুয়ান্ডা-কঙ্গোসহ একাধিক সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। তবে ভারত পাকিস্তানের সঙ্গে সংঘাত নিরসনে তৃতীয় পক্ষের কোনো ভূমিকা ছিল না বলে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
যা বলছে মিয়ানমার জান্তা
অং সান সু চি’র মৃত্যুর গুঞ্জন: যা বলছে মিয়ানমার জান্তা
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার