• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলতি সালে ৫ লাখ সেনা নিহত ইউক্রেনে : রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.
রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ। ছবি: সংগৃহীত

চলতি সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর সঙ্গে সংঘাতে প্রায় পাঁচ লাখ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসোভ বলেছেন, এই বিপুল ক্ষতি নিকট ভবিষ্যতে পূরণ করা কিয়েভের জন্য অত্যন্ত কঠিন হবে।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিংয়ে এসব তথ্য উপস্থাপন করেন বেলৌসোভ। ওই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত ছিলেন। বেলৌসোভ বলেন, ব্যাপক প্রাণহানির কারণে ইউক্রেনের বেসামরিক জনগণের মধ্যে সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আগ্রহ কমে গেছে। 

তিনি আরও জানান, চলতি বছরে ইউক্রেন এক লাখ তিন হাজারের বেশি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ হাজার পাঁচশ’ ট্যাংক ও সাঁজোয়া যান রয়েছে, যেগুলো পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইউক্রেন পেয়েছিল।

ক্রিমিয়া ইস্যু ও ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধ শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

যুদ্ধের শুরুতে ইউক্রেন সেনাবাহিনীতে যোগদানের সর্বনিম্ন বয়স ছিল ২৭ বছর, যা পরে কমিয়ে ২৫ করা হয়। এদিকে বাধ্যতামূলক সেনা নিয়োগে জোরপূর্বক আচরণের অভিযোগে গত এক বছরে বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণ ও সামরিক কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

তবে রাশিয়ার এই দাবির বিষয়ে ইউক্রেন সরকার এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: আরটি

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ফিলিস্তিনিসহ ৮ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
যা বলছে মিয়ানমার জান্তা
অং সান সু চি’র মৃত্যুর গুঞ্জন: যা বলছে মিয়ানমার জান্তা
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
পরিচালক বাবা-মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার