• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২

ভিওডি বাংলা ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৪৮ পি.এম.
মালয়েশিয়ার জোহর বাহরু ও নেগেরি সেম্বিলানে অবৈধ অভিবাসী আটক -ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় দুই রাজ্যে অবৈধ অভিবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। জোহর বাহরুর তেব্রাউ শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ কারখানায় অভিযান চালিয়ে ৩৫৬ জন অবৈধ অভিবাসী আটক করা হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় অভিযানটি ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখা ও সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতায় পরিচালিত হয়। অভিযানের সময় কারখানার কয়েকজন স্থানীয় মানবসম্পদ কর্মীকেও আটক করা হয়েছে।

আটকদের মধ্যে ২৯৯ জন মিয়ানমারের নাগরিক, ২৬ জন বাংলাদেশি, ২২ জন ভারতীয়, তিনজন ইন্দোনেশীয়, দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৪৬ বছরের মধ্যে।

দাতুক মোহদ রুসদি আরও জানান, কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের সুসংগঠিত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগসংক্রান্ত শর্ত ভঙ্গও অন্তর্ভুক্ত। আটক সবাইকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩-এর আওতায় সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, অবৈধ শ্রমিক নিয়োগ করে যারা মুনাফা অর্জন করছে, তাদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। জোহরজুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগচক্র ভেঙে দেওয়া হবে।

অন্যদিকে, নেগেরি সেম্বিলানের নিলাই এলাকায় একটি ইস্পাত কারখানায় পৃথক অভিযানে ৪৬ জন বাংলাদেশি অবৈধ অভিবাসী আটক হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জোর দিয়ে বলেছে, যারা অবৈধ শ্রমিক নিয়োগ করে মুনাফা অর্জন করছে, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়ালালামপুরে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
কুয়ালালামপুরে ৬৪ দলের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত রুবেল আহমদের মৃত্যু
আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত রুবেল আহমদের মৃত্যু
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৫ বাংলাদেশি