• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পি.এম.
ফিফা বিশ্বকাপ ট্রফি। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত এই আসরে দল ও ম্যাচ সংখ্যা বাড়ার পাশাপাশি রেকর্ড পরিমাণ প্রাইজমানিও ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ। টুর্নামেন্টটির জন্য মোট ৬৫৫ মিলিয়ন ডলার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৯৯৮ কোটি ৯৩ লাখ টাকা। ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় এবারের প্রাইজমানির অঙ্ক উল্লেখযোগ্যভাবে বেশি।

সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য। শিরোপা জয়ী দল পাবে ৫০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১০ কোটি টাকা।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল ৪২ মিলিয়ন ডলার এবং রানার্সআপ ফ্রান্স পেয়েছিল ৩০ মিলিয়ন ডলার। সেই তুলনায় এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি আরও বাড়ানো হয়েছে।

২০২৬ বিশ্বকাপে রানার্সআপ দল পাবে প্রায় ৪০২ কোটি ৯৯ লাখ টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৩৫৪ কোটি ১৫ লাখ টাকা এবং চতুর্থ স্থানে থাকা দল পাবে প্রায় ৩২৯ কোটি ৭২ লাখ টাকা।

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় ২৩২ কোটি ৩ লাখ টাকা। শেষ ষোলো থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য বরাদ্দ প্রায় ১৮৩ কোটি ১৮ লাখ টাকা। রাউন্ড অব ৩২ থেকে বাদ পড়া দল পাবে প্রায় ১৩৪ কোটি ৩৩ লাখ টাকা।

এ ছাড়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া প্রত্যেক দল পাবে প্রায় ১০৯ কোটি ৯০ লাখ টাকা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আম্বানির আমন্ত্রণে জামনগরে মেসি
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ
আইপিএল ২০২৬ মিনি নিলাম আজ
তাসকিনকে নিজের রেকর্ড ভাঙার আহ্বান শোয়েবের
তাসকিনকে নিজের রেকর্ড ভাঙার আহ্বান শোয়েবের